সিলেট তামাবিল-জাফলং সড়কে জৈন্তিয়া বাসির যাত্রীবাহী বাস বর্জন কর্মসূচি অব্যাহত
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬

কাল ১৭ পরগণার বৈঠকে পরবর্তী নতুন কর্মসূচী ঘোষণা করা হবে

সিলেট তামাবিল-জাফলং সড়কে জৈন্তিয়া বাসির যাত্রীবাহী বাস বর্জন কর্মসূচি অব্যাহত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ১০:২০:১৬

সিলেট তামাবিল-জাফলং সড়কে জৈন্তিয়া বাসির যাত্রীবাহী বাস বর্জন কর্মসূচি অব্যাহত

ছবি সংগৃহীত


উত্তর সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ  উপজেলার সমন্বয়ে গঠিত জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির অধীনে সিলেট তামাবিল জাফলং, সিলেট কানাইঘাট, সিলেট গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। 

১৭ পরগনার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বাস বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেওয়া হয়েছে। জৈন্তাপুরে পরগনার নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং ১৭পরগনার পূর্বের সিদ্ধান্তের কথা জানান। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক-কে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তিনটি দাবীতে বৃহত্তর জৈন্তিয়া বাসী বাস-মিনি-বাস গাড়ি বর্জন অব্যাহত রাখতে সর্বস্থরের জৈন্তিয়া বাসির প্রতি আহবান করেন।

বুধবার (১২ জুলাই)  বিকেলে ৩টায় জৈন্তাপুর উপজেলা সদরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী বলেন, আমাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ৩টায় ঐতিহাসিক জৈন্তাপুর বটতলা মাঠে জৈন্তিয়া সতেরো পরগণা শালিশ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখান আমাদের  চলমান আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

এদিকে পরিবহন শ্রমিক নেতা মইনুল হক সামাজিক যোগযােগ মাধ্যমে ভিডিও বার্তায় জৈন্তাপুর  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ ও ১৭ পরগনার নেতৃবৃন্দ-কে নিয়ে কটুক্তির  প্রতিবাদে জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ, জৈন্তিয়া ডিগ্রি কলেজ ,শাহজালাল ( রা:) ডিগ্রি কলেজ,  জৈন্তাপুর ছাত্র কল্যাণ পরিষদ সহ বিভিন্ন সংগঠন গুলো প্রতিবাদ সভা করে ঘটনার নিন্দা জানান। এদিকে বিকেল তামাবিল মহাসড়কে বাস গাড়ি চলাচল করলেও যাত্রী সাধারণ সতেরো পরগণার সিদ্ধান্তকে সমর্থন করে বাস গাড়ি বর্জন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা কয়েছ আহমদ,  জৈন্তাপুর ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া,  মাস্টার আলমাস উদ্দিন,হাজী এনায়েত উল্লাহ, মাওলানা কবির আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সমাজসেবী আবদুল মতিন শাহিন,  উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক মো:  কুতুব উদ্দিন, প্রবাসী তোফায়েল আহমেদ। 

অন্যদিকে সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের আহবানে গত ১১ জুলাই রাতে পরিবহন নেতৃবৃন্দের সাথে বৈঠকে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার বিষয়ে আলোচনা করা হয়। সেখানে ডিসি অফিসে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ উপস্থিত ছিলেন একজন চেয়ারম্যান হিসাবে। বৈঠকে ১৭ পরগনার আন্দোলন বিষয়ে  কোন সিদ্ধান্ত হয় নাই বলে নিশ্চিত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। 

উল্লেখ্য: গত ৭ জুলাই শুক্রবার রাতে সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনা-কে কেন্দ্র করে জৈন্তিয়া ১৭ পরগনা ও সিলেট বাস মালিক ও শ্রমিকদের মধ্যে এই বিরোধ দেখা দেয়।

জৈন্তাবার্তা/এমকে