ছবি : নিজস্ব
সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিলেটের বহুল প্রচারিত ‘দৈনিক জৈন্তাবার্তা’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সংবাদকর্মী) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। দৈনিক জৈন্তাবার্তা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় দৈনিক জৈন্তাবার্তা পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ। সাংবাদিকতা পেশার প্রতি বিশেষ আগ্রহ আর সকল পরিস্থিতিতে কাজ করার আত্মবিশ্বাস থাকলে কেবল তারাই অনলাইনে আবেদন করতে পারবেন।
কর্মস্থলঃ
সিলেট জেলাঃ বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট,( সিলেট জেলা দুইজন),দক্ষিণ সুরমা, ওসমানীনগর।
সুনামগঞ্জ জেলাঃ বিশ্বম্ভরপুর, ছাতক, দিরাই, ধর্মপাশা, দোয়ারাবাজার, জগন্নাথপুর, শাল্লা, শান্তিগঞ্জ,মধ্যনগর।
হবিগঞ্জ জেলাঃ আজমিরীগঞ্জ, বাহুবল,বানিয়াচং, চুনারুঘাট, লাখাই,মাধবপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ জেলা, শায়েস্তাগঞ্জ।
মৌলভীবাজার জেলাঃ বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর,মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল।
যোগ্যতাঃ আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে অথবা চলমান প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। লাইভে কথা বলার দক্ষতা থাকতে হবে। সাবলীল কণ্ঠ এবং শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে। এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। ডিজিটাল কন্টেন্ট তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি অনুসারে নিউজ স্ক্রিপ্ট রাইটিংয়ে পারদর্শী থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ ছবিসহ সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড) দিতে হবে। যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন। আগ্রহীরা নিজ স্বাক্ষরে আবেদনপত্র আগামী ৫ আগস্ট ২০২৩-এর মধ্যে নিম্ন ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো।
যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ +৮৮০ ১৩১১-৬১৪৩১৩
কায়সার আহমেদ শিবলু
প্রধান সম্পাদক, দৈনিক জৈন্তাবার্তা
এম সি