
ছবি : নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ফেন্সিডিলসহ মোছাঃ রিনা বেগম (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক হওয়া রিনা বেগম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত রহমত উল্লাহ স্ত্রী। বর্তমানে সে ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়ার সুইপার কলোনিতে থাকেন।
পুলিশ জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় ফরহাদ ভেরাইটিজ স্টোরের পূর্ব পাশে রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। তল্লাশীকালে সে তার কাছে থাকা ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল বের করে দেয় এবং বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে সে স্বীকার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ও চোরাচালান নির্মুল এবং অপরাধ দমনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এম সি
