ছাদির হুসাইন’র শিশুতোষ ছড়া
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬

ছাদির হুসাইন’র শিশুতোষ ছড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-০৮-৩০ ০৪:১৫:০০

ছাদির হুসাইন’র শিশুতোষ ছড়া

ছড়াকার ছাদির হুসাইন


ফুলের ফেরিওয়ালা

ছাদির হুসাইন 


ফুল নেবে'গো ফুল?

ভালোবাসার ফুল।

এ ফুলে জীবন থেকে কষ্ট ভুলায়

ভাঙায় মনের ভূল,

এ ফুলে দেশ-বিদেশে ঘুরে বেড়ায়

রাঙায় জাতি কূল। 

এ ফুলে সবার মাঝে আনন্দ দেয়

মনকে রাখে ভালো,

এ ফুলে চারিদিকেই ছড়িয়ে দেয়

ভালোবাসার আলো। 

এ ফুলে সুবাস নিলে শান্তি মিলে 

প্রাণে জাগায় সুখ,

এ ফুলে পাপড়ি মেলে হেলেদুলে

হাসায় সবার মুখ। 

এ ফুলে চোখ রাখলে রঙ ছড়িয়ে 

হাসবে সবার সাথে,

এ ফুলে আদর দিলে জেগে ওঠে 

সুবাস দিবে রাতে। 

এ ফুলে হাত লাগালে কথা বলে

মিষ্টি মধুর সুরে,

এ ফুলে আঘাত দিলে চলে যাবে 

তোমার থেকে দূরে।

আবির



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader