গোয়াইনঘাটে বিদ্যালয়ের সীমানা প্রাচীন নির্মাণে ৭ কোটি টাকা বরাদ্দ
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩

গোয়াইনঘাটে বিদ্যালয়ের সীমানা প্রাচীন নির্মাণে ৭ কোটি টাকা বরাদ্দ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০২৩-০৯-০৫ ০৯:১১:৩৭

গোয়াইনঘাটে বিদ্যালয়ের সীমানা প্রাচীন নির্মাণে ৭ কোটি টাকা বরাদ্দ

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে উপজেলা শিক্ষা কমিটির সভা অনুষ্টিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস-সহ উপজেলা শিক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় উপজেলার ৩৫টি বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অবস্থান ( দৈর্ঘ্য ও প্রস্থ) অনুসারে গড়ে ২০লক্ষ টাকা করে ৩৫ টি বিদ্যালয়ে প্রায় ৭কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি আরো জানান, এইসব বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শীঘ্রই শুরু হবে।

উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন হওয়ায় মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি-কে ধন্যবাদ জানানো হয়। সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং শিক্ষকসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়।

এম সি



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader