
ছবি: সংগৃহীত
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর সংসদের কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজাউল করিম নাচনকে সভাপতি ও সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আশরাফ আরমান, সহসভাপতি জমজম বাদশা, স্টেলিং ত্রিয়াং, মাছুম আহমদ, রাছেল আহমদ, মফিজুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে রুম্মান আহমদ, আহমেদ নাজিম পান্না, কামরান হোসেন হেলাল, আলি আহমেদ আলম, সাইদুল ইসলাম রিদয়, তানবির রহমান বন্ধন, জহিরুদ্দিন শামিম, সাব্বির আহমদ, তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোহাম্মদ ইমতিয়ার হোসেন আরাফাত, মঈনুল ইসলাম (মঈন খান), রোমান আহমেদ রাজু, হাছান মঈন উদ্দিন (মঈনুল), রেদোয়ান আহমেদ (হাছান), সিমন আহমেদ (সুমন), সুয়েবুল কিবরিয়া সুয়েব, সবুজ আহমেদ, রুহেল আহমেদ, মাহতাব আলম জাবেদ, হীরা আহমেদ, জিয়াউল ইসলাম জিয়া, অর্থ সম্পাদক সায়েম আহমদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দিলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ইফতেখার আহমদ সানি।
প্রচার সম্পাদক সুমন আহমদ, সহ-প্রচার সম্পাদক বাপ্পি চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সামাদ, সহ দফতর সম্পাদক মাছুম আহমেদ মুছা, সদস্য যথাক্রমে আনোয়ার হোসেন (মানিক), হরিদাস পাল, বুরহান উদ্দিন, কবির উদ্দিন, রাছেল আহমেদ, এখলাছুর রহমান, সুচীত্র চৌধুরী, লুৎফুর রহমান, সুহেল আহমদ, মিজানুর রব চৌধুরী, পলাশ পাল, সাইদুর রহমান (সাইদুল), যুবের হোসেন (জুবেল), সৈয়দ সেলিম, বদরুল ইসলাম নজরুল, মুন্না ঘোষ, নির্জর রায়, তারেক হোসাইন, রুমেল আহমদ সুমন, জুনায়েদ আহমদ রাফি, শিমুল আহমদ।
এম সি
