সরকারিকৃত কলেজ শিক্ষকদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহালের দাবি
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪

সরকারিকৃত কলেজ শিক্ষকদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহালের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-০৯-৩০ ০৪:১৫:৩৪

সরকারিকৃত কলেজ শিক্ষকদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহালের দাবি

ছবি সংগৃহীত


সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহাল রেখে আত্মীকরণ,পদোন্নতি, পদসোপান তৈরি, বদলি,কার্যকর চাকুরীকাল গণনা সহ যৌক্তিক দাবী সমুহ বাস্তবায়নে দ্রুত জিও জারীর দাবিতে ৩০ সেপ্টেম্বর রাজধানীর oবাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক শিক্ষক- কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকারিকৃত কলেজ শিক্ষক - কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটি এ-ই সম্মেলনের আয়োজন করে। কমিটির আহবায়ক মো. শামসুল আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাজেদুর রহমান লিটু'র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সমগ্র দেশ থেকে সরকারিকৃত কলেজের দুই শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিভাগের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব দেলোয়ারা ইয়াসমিন নিপু,রাজশাহী বিভাগের সদস্য সচিব শাহজালাল আজিম, চট্রগ্রাম বিভাগের আহবায়ক ফারুক আহমদ, সিলেট বিভাগের আহবায়ক জি.আর দাস কাজল, ময়মনসিংহ বিভাগের আহবায়ক আবুল হাসেম,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বরিশাল বিভাগের আহবায়ক ফারুক ফকির, সিলেট এর শিক্ষক নেতা শাহেদ আহমদ, পলাশ পাল, নাজমুল ইসলাম,ইকবাল হোসেন,সরকারিকৃত কলেজের লাইব্রেরিয়ান সমিতির সভাপতি সেলিম জাহাঙ্গীর, 

সভায় বক্তরা অভিলম্বে সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহাল রেখে আত্মীকরণ,পদোন্নতি, পদসোপান তৈরি, বদলি,কার্যকর চাকুরীকাল গণনা সহ যৌক্তিক দাবী সমুহ বাস্তবায়ন করে জিও জারী করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

F/A



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader