
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের কয়েক ঘণ্টার ব্যাবধানে ধানের ক্ষেতে ইভা আক্তার (০৮) নামের এক কিশোরীর মাথা বিহীন বস্ত্রহীন পরিত্যাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ইভা আক্তার দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।
সূত্রে জানা যায়, বুধবার (৪অক্টোবর) সন্ধ্যায় ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের একটি দোকানের উদ্দ্যেশে বাড়ী থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে ধানের জমিতে মাথা বিহীন বিবস্ত্র অবস্থায় লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে, কিশোরীর মাথার খোঁজে পুলিশের একাধিক ঠিক কাজ করছে বলে জানা যায়।
এ ব্যাপারে ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত চলমান রয়েছে।
এম সি
