আজমিরীগঞ্জে গায়ের জোরে মেম্বারের রড আটক করলেন চেয়ারম্যান
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯

পূর্ব শত্রুতার জের

আজমিরীগঞ্জে গায়ের জোরে মেম্বারের রড আটক করলেন চেয়ারম্যান

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০২৩-১০-৩০ ১২:০৮:৫৫

আজমিরীগঞ্জে গায়ের জোরে মেম্বারের রড আটক করলেন চেয়ারম্যান

ইনসেটে চেয়ারম্যান মো: ফয়েজ আহমদ খেলু


আজমিরীগঞ্জে জলসুখায় ইউপি সদস্য (মেম্বার) আলা উদ্দিনের মেয়ের বাড়িতে পাঠানো টলিভর্তি রড গায়ের জোরে আটক করে রাখলেন ইউপি চেয়ারম্যান মো: ফয়েজ আহমদ খেলু। এতে এলাকায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

জানা যায়, রোববার ২৯ অক্টোবর দুপুরে ইউপি সদস্য আলাউদ্দিন তার নিজ বাড়ি থেকে সদর ইউনিয়নের বিরাট গ্রামে তার মেয়ের বাড়িতে টলিভর্তি রড পাঠানোর সময় রাস্তা থেকে উক্ত টলিভর্তি রড আটক করে চেয়ারম্যানের লোকজন।

পরে আটককৃত রডভর্তি টলি উপজেলার ৩ নং জলসুখা ইউনিয়ন অফিসের মাঠে ইউপি চেয়ারম্যান খেলুর মধ্যস্থতায় রাখা হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া জানান, খেলু'র সাথে আমার জমি নিয়ে গত কিছুদিন পূর্বে রক্তাক্ত সংঘর্ষ হয়। এ নিয়ে আমাদের মামলা চলমান রয়েছে। ২৮ তারিখ বদলপুরের পিরিছপুর সংলগ্ন এলাকা হতে ড্রাইভিং চলাকালে রাস্থায় আটক করে আমার ছেলে শাইফুলের গাড়িটি নিয়ে যায় এবং তাকে মারধর করে খেলু ও তার লোকজন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করেন।

এছাড়া পূর্বের সংঘর্ষের ঘটনায় লুটপাটের বিষয়টি আচ করতে পেরে বাড়ির জিনিসপত্র সড়ানোর সময় টলিটি তারা আটক করে নিয়ে যায়।

তবে ইউপি চেয়ারম্যান খেলু জানান, বানিয়াচং-আজমিরীগঞ্জ মহাসড়ক থেকে রড আনার সময় স্থানীয়রা আটক করেন। পরে জলসুখা ইউনিয়ন অফিস মাঠে টলিভর্তি রড রাখা হয়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ জানান, জলসুখা হতে মেয়ের বাড়িতে টলিভর্তি রড পাঠানোর সময় এটি আটক করেছে। যদিও যারা মহাসড়কের রড দাবি করছেন বাস্তবে মহাসড়কের দায়িত্বরত ইঞ্জিনিয়ার সেখানে গিয়ে এর প্রমাণ পায়নি। মূলত এটি ইউপি সদস্যরই (মেম্বার) এর রড।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সাথে একাধিকবার যোগাযোগ করাএ চেষ্টা করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader