সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন দূর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার

প্রকাশিত: ২০২৩-১১-০৮ ০২:১৮:১১

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে, ছবিঃ জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দূর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

আজ বুধবার ( ৮ নভেম্বর ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দূর্বল হয়ে হয়ে পড়ে। পরে ট্রেনটি পিছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা জয়েন্তিকা একপ্রেস এর ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িলা এক্সপ্রেস স্বাভাবিক ভাবে চলতে পাড়বে। ট্রেনটি সরানো হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

জৈন্তাবার্তা/এমকে



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader