জকিগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা, আসামি পলাতক
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৬

জকিগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা, আসামি পলাতক

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০২৩-১১-০৮ ০৬:৫৩:৩৮

জকিগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা, আসামি পলাতক

ধর্ষণ মামলায় আসামী শাহীন আহমদ আব্দুল্লাহ


সিলেটের জকিগঞ্জ উপজেলায় শাহীন আহমদ আব্দুল্লাহ (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে মাদ্রসা পড়ুয়া দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শাহীন আহমদ আব্দুল্লাহ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইলাবাজ মৃত. এমাদ উদ্দিনের ছেলে। এ ঘটনায় শিক্ষার্থী গত রবিবার রাতে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে রোববার (০৫ নভেম্বর) দুপুরে সাড়ে বারোটার দিকে, উপজেলার সুলতানপুর ইউনিয়নে ইলাবাজ গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়ুয়া ঔই ছাত্রীকে অভিযুক্ত শাহীন আহমদ আব্দুল্লাহ মাদ্রাসায় যাওয়া আসার সময় প্রতিনিয়ত উত্যক্ত করতো। ঘটনার দিন শিক্ষার্থীর বাড়ির রাস্তা থেকে জোরপূর্বক তুলে বাড়িতে নিয়ে আসে। ঘরে কেউ না থাকায় বাড়ীতে আসা মাত্রই শাহীন আহমদ আব্দুল্লাহ তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে তার মা ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে। পরে বখাটে শাহীন আহমদ আব্দুল্লাহ তাদের কিল ঘুষি মেরে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক নারী-পুরুষ বলেন, শাহীন আহমদ আব্দুল্লাহ চরিত্রহীন লম্পট প্রকৃতির লোক। এ অঞ্চলের শিক্ষার্থী, বিধবা, স্বামী পরিত্যক্ত নারীদের কাছে এক আতঙ্কিত নাম শাহীন। ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও লম্পট একাধিক ঘটনায় তিনটি বিয়ে করে নারীদের জীবন নষ্ট করেছে। 

অভিযোগকারীরা আরো বলেন, তার এসব অপকর্মের বিষয় যারা প্রতিবাদ করেছে মামলা হামলা সহ বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান স্থানীয়রা।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাবেদ মাসুদ জানান- ধর্ষন চেষ্টার ঘটনায় শিক্ষার্থী বাদি হয়ে একজনকে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ধর্ষন চেষ্টাকারি আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader