সড়ক দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩

ভাঙ্গলো হাত

সড়ক দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-১১-১২ ০৫:৪৬:৩৯

সড়ক দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা


দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনেমার অমর নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এতে তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

তিনি বলেন, জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।

নকীব জানান, রোববার (১১নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করছেন।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader