
নেপালে নিষিদ্ধ করা হয়েছে কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। সামাজিক শান্তি বিনষ্ট হওয়ার অভিযোগে টিকটক নিষিদ্ধ করল দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্বজুড়ে টিকটকের ১০০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। নেপাল ছাড়াও একাধিক দেশে চীনের তৈরি এই জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ। বাংলাদেশেও একাধিকবার এই দাবি উঠেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের কিছু কিছু রাজ্যে এই অ্যাপ নিষিদ্ধ।
সম্প্রতি নেপালে আইন করা হছে যদি কোনো বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমের স্থানীয় দপ্তর না থাকে তবে তা নিষিদ্ধ করা হবে। নেপালের তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রেখা শর্মা বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর জিনিস ছড়াচ্ছে।
তিনি বলেন, এই মুহূর্ত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এবং টেলিকম প্রতিষ্ঠানগুলো যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
নেপাল কংগ্রেসের সিনিয়র লিডার গগন থাপা বলেছেন, এটি বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ। সরকারের উচিত এই প্ল্যাটফর্মের ওপর নিয়ম আরোপ করা, নিষিদ্ধ করা নয়।
বেশ কয়েকটি দেশের অভিযোগ টিকটকের মাধ্যমে গুপ্তচরবৃত্তি করছে চীন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মালিকানা প্রতিষ্ঠান বাইটডান্স। নেপালে সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি টিকটক।
JA
