আর্জেন্টিনা-ব্রাজিলের হারের দিনে রোনালদোদের হাসি
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮

আর্জেন্টিনা-ব্রাজিলের হারের দিনে রোনালদোদের হাসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-১১-১৭ ১০:২০:০১

আর্জেন্টিনা-ব্রাজিলের হারের দিনে রোনালদোদের হাসি

ছবি: সংগৃহীত


কাতারে বিশ্বজয়ের পর প্রথমবার হারের মুখ দেখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, সময়টা ভালো যাচ্ছে না লাতিন আরেক জায়ান্ট ব্রাজিলেরও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা দুই ম্যাচ হেরেছে বিশ্বকাপ বাছাইয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হারের দিনে জয়ের ধারা অব্যাহত রাখল রোনালদোর পর্তুগাল।

গোলশূন্য প্রথমার্ধের পর চমৎকার গোলে দলকে এগিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরেকটি দারুণ গোল করলেন জোয়াও ক্যানসেলো। লিখটেনস্টাইনকে অনায়াসে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখে পর্তুগাল।

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। এই জয়ে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করল পর্তুগাল। বাছাইয়ে প্রথম ৯ ম্যাচের সবগুলোই জিতল তারা।

প্রথমার্ধে বল দখলে অনেক এগিয়ে থাকলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। রোনালদোর একটি শট প্রতিহত হয় রক্ষণে, আরেক ফরোয়ার্ড গনসালো রামোসের হেড যায় বাইরে।

এই অর্ধের শেষ সময়ে রোনালদোর ওভারহেড কিক লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ৩৮ বছর বয়সী তারকা। বাঁ দিক থেকে দিয়োগো জটার থ্রু বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্যানসেলো। আন্তোনিও সিলভার পাস ডান দিকে পান তিনি। বার্সেলোনা ফরোয়ার্ডকে রুখতে বক্সের বাইরে চলে যান স্বাগতিক গোলরক্ষক। তাকে পরাস্ত করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফুটবলার।

৬৭তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ। ৮২তম মিনিটে হেডে রামোস জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি। ফলে ব্যবধান আর বাড়েনি। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয় দলের গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে সবগুলি হেরেছে লিখটেনস্টাইন। 

এম সি



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader