কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও নিয়ে তোলপাড়
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭

কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও নিয়ে তোলপাড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-১১-১৭ ১০:৩৪:৪৩

কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও নিয়ে তোলপাড়

ছবি: সংগৃহীত


ভারতীয় শোবিজের নায়িকাদের মধ্যে ‘ডিপ ফেক’ ভিডিও রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এ ভিডিও প্রকাশের হার দিনদিন বেড়েই চলেছে। কয়েকদিন আগে দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর ক্যাটরিনা কাইফের ভিডিও প্রকাশিত হয়েছিল। একের পর এক তারকাদের ডিপ ফেক ভিডিও নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউডেই শুধু নয় বরং সাধারণ মানুষেরা এর শিকার। এবার বলিউড অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো তোলপাড় চলছে।

বলিউড অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন এ ভিডিও নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচানর ঝড় বইছে। আসলে ডিপ ফেক করেই এ ভিডিও বানানো হয়েছে। ভিডিও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটি মোটেই কাজলের নয় বরং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। এ ভিডিওটিতেও কাজলের মুখ মর্ফড করে বসানো হয়েছে, যেখানে একটু সময়ের মধ্যে ওই নারীর মুখ দেখা গেছে।

জানা গেছে, আসল ভিডিওটি গেট রেডি উইথ মি ট্রেন্ডের একটি ভিডিও ছিল। যা গত ৫ জুন টিকটকে আপলোড করা হয়েছিল। রাশমিকা, ক্যাটরিনার পর এ ভিডিও নিয়ে শোরগোল পড়েছে।

রাশমিকার ডিপ ফেক ভিডিও নিয়ে কম জলঘোলা হয়নি। তারপরই ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি পরামর্শ জারি করেছে, সমস্ত ডিপ ফেকগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। শুধু তা-ই নয়, ডিপ ফেক ভিডিও সরানোর কথা জানিয়েছেন। এছাড়াও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অভিযোগ দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে এই ধরনের কন্টেট সরানোর কথা বলা হয়েছে।

এম সি



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader