গোয়াইনঘাটে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসিত
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২৬

গোয়াইনঘাটে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসিত

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০২৩-০৬-১৮ ১২:২২:৫৬

গোয়াইনঘাটে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসিত

বাঁশের সাঁকো


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসায় ভাসছে ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ সোনার বাংলা স্কাউট শিক্ষার্থী দল ও সাধারণ শিক্ষার্থীরা।

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দিক নির্দেশনায় সোনার বাংলা স্কাউট শিক্ষার্থী দল ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে মাত্র কয়েক ঘন্টার পরিশ্রমে বাঁশের সাকো তৈরি করে অত্র এলাকার সাধারণ মানুষের মুখে মুখে তাদের জয়গান।

সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কের জাঙ্গাইল হতে ফুলতৈলছগাম যাওয়ার রাস্তার প্রবেশদ্বারে দীর্ঘদিন থেকে ভাঙ্গনের ফলে প্রতিবছর বর্ষায় কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত থাকে না।এই বছর বর্ষার শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে।শিক্ষার্থীদের সাময়িক এই অসুবিধা দূরীকরণে এগিয়ে আসে সামাজিক সংগঠন ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ সোনার বাংলা স্কাউট শিক্ষার্থী দল ও সাধারণ শিক্ষার্থী। গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার পরিশ্রমে তাদের সমন্বয়ে দৃশ্যমান হয় বাঁশের এই সাঁকোটি।তারপর থেকে স্বাচ্ছ্যন্দে যাতায়াত করতে পারছে কোমলমতি স্কুল শিক্ষার্থী ও গ্রামের হাজার মানুষ।

জৈন্তাবার্তা/এমকে



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader