সিসিক মেয়রকে সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন এড. রনজিত সরকার
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯

সিসিক মেয়রকে সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন এড. রনজিত সরকার

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০২৩-১১-১৯ ০৫:২৪:২৯

সিসিক মেয়রকে সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন এড. রনজিত সরকার

সিসিক মেয়রকে সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন এড. রনজিত সরকার।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ (এক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন ফরম কিনেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, হাওর পাড়ের জনগণের স্বপ্ন সারথি এডভোকেট রনজিত সরকার। 

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে উৎসবের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে কর্তৃপক্ষের নিকট ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র আনোয়ার জামান চৌধুরী।

উপস্থিত ছিলেন হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মী সমর্থকদের গনমানুষের নেতা এডভোকেট রনজিত সরকার। 

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ: সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ মুরাদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আলমগীর খসরু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দীপক।  

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সারা বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম কিনছেন এবং ফরম জমা দিচ্ছেন, এ যেন ঈদের আনন্দের মতো লাগছে সবার কাছে।আমার দীর্ঘদিনের সহযোদ্ধা রাজপথের অগ্র সৈনিক এডভোকেট রনজিত সরকারের মনোনয়ন ফরম জমা দিলাম, আপনারা সবাই দোয়া করবেন আমরা সকলে মিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে চতুর্থ বারের মতো বাংলার প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনাকে সংসদে পাঠাব।মনে রাখবেন শেখ হাসিনা আমাদের শেষ আশ্রয়ের ঠিকানা।বিজয়ের হাসিটা আমরাই হাসব জামায়াত বিএনপির কোন ষড়যন্ত্রই আমাদের দাবিয়ে রাখতে পারবেনা।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader