৩৩ ঘণ্টায় ১৮ যানবাহনে আগুন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০০

৩৩ ঘণ্টায় ১৮ যানবাহনে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-১১-২০ ১০:৪২:৪৭

৩৩ ঘণ্টায় ১৮ যানবাহনে আগুন


রোববার (১৯ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন দেওয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২০ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

জৈন্তাবার্তা/এমকে



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader