দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯

দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-১১-২০ ১১:৫৮:১২

দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান


লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির আঙিনায় ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ৭ বিঘা জমির ধান পুড়ে গেছে। সোমবার (২০ নভেম্বর ) ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে প্রতিবেশীরা ধানের গাধায় ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে না থাকায় আমার প্রায় ৭ বিঘা জমির ধানে গাদায় আগুন দিয়েছে। এতে আমার তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দিবো।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কৃষকের বেশিরভাগ ধান পুড়ে গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি জানা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader