ছয় দিনেও বাড়ি ফেরেনি মৌলভীবাজারের ২ তরুণী
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২৪

ছয় দিনেও বাড়ি ফেরেনি মৌলভীবাজারের ২ তরুণী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০২৩-১১-২০ ০৪:১৬:২৪

ছয় দিনেও বাড়ি ফেরেনি মৌলভীবাজারের ২ তরুণী

নাদিয়া আক্তার ও শাহানা আক্তার।


মৌলভীবাজারের দুই তরুণী কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে গত ৬ দিনেও বাড়ি ফেরেনি।

জানা গেছে, মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নাজিরাবাদ গ্রামে মোস্তাকিন মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭)।

গত ১৪ নভেম্বর সকাল ৯টায় কলেজ যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা কলেজে একাদশ শ্রেণিতে পড়ে নাদিয়া ।

নিখোঁজ নাদিয়া আক্তারের পিতা মো. মোস্তাকিন মিয়া জানান, আমার মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বাহির হয়। পরে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি তবে কোথাও নেই। এরপর মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা অনেকটা শঙ্কায় দিনযাপন করছি।

একইভাবে ২ দিন পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের শাহানা আক্তার (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছে। এ তরুনী রাজনগর উপজেলার মাওলানা মোফাজ্জাল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিখোঁজ শাহানা আকতারের চাচা রিপন জানান, ১৬ নভেম্বর সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। এ থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মেয়েটির মা-বাবা খুবই চিন্তায় আছেন।

এ ঘটনায় মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেছেন, তাদের খুঁজে বের করতে আমরা কাজ করছি। আশা করি তাড়াতাড়ি তাদের সন্ধান পাওয়া যাবে।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader