আবারো অবরোধে যাচ্ছে বিএনপি!
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২২

আবারো অবরোধে যাচ্ছে বিএনপি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-১১-২০ ০৪:৪১:৪৪

আবারো অবরোধে যাচ্ছে বিএনপি!


‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী আবারো অবরোধের কর্মসূচি আসছে। ষষ্ঠ দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

ইতোমধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেয়া হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে যুগপৎভাবে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি ও যুগপৎ শরিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং এক দিনের হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader