
আ.লীগের মনোনয়ন ফরম জমা দিচ্ছেন গোলাপ মিয়া।
সিলেট-৪ সংসদীয় আসনে (৩৩২) মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়া।
সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।
সিলেট-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী গোলাপ মিয়া বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে অংশীদার হতে ও উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের সকল জনসাধারণের সহায়তা কামনা করেন।
তিনি বলেন, আমাদের সিলেট চার আসনে অনেক উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে তার পাশে থাকার আহবান জানান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চান গোলাপ মিয়া ।
জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরবর্তী সময়ে আওয়ামী লীগের গোয়াইনঘাট উপজেলা ও জেলা শাখা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোলাপ মিয়ার বাবা এম এ মানিক। আওয়ামী পরিবারে বেড়ে ওঠা গোলাপ মিয়া দীর্ঘদিন লন্ডনে প্রবাসী জীবন কাটিয়েছেন। সেখানে বৃস্টল আ.লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া গোলাপ মিয়া সিলেট মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। লন্ডন থেকে বাংলাদেশে চলে এসে ২০০৯ সাল থেকে তিনি ফের রাজনীতিতে সক্রিয় হন। এরপর থেকে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
রাজনীতিতে সক্রিয় গোলাপ মিয়া এলাকায় বিভিন্ন সময়ে বিশেষ করে করোনা মহামারি ও বন্যার সময় অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে তার কার্যক্রম বেশ প্রশংসিত হয়েছে।
তিনি গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।
শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।
তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে আগ্রহী।
গোলাপ মিয়া আরো বলেন, “মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।
এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করেন তিনি।
JA
