সিলেট-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নাজমুল আলম
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩

সিলেট-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নাজমুল আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০২৩-১১-২০ ০৭:২০:১৮

সিলেট-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নাজমুল আলম

আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নাজমুল আলম।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর শ্রমিক লীগ শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে সোমবার ২০ নভেম্বর বিকাল ২টায় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দিন মহি,মহানগর যুবলীগ নেতা সাবেল আহমদ,সিলেট জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাইয়ুম চৌধুরী, যুবলীগ নেতা মুজিবুর রহমান, সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবরার ফয়সাল অভি,মহানগর ছাত্রলীগ নেতা নেওয়াজ শরিফ রাজু প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় নাজমুল আলম রোমেন বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের জনসাধারণের পাশে রয়েছি। সিলেট ৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি অসহায় মানুষের পাশে আছি আগামীতেও থাকবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে মূল্যায়ন করে মনোনয়ন প্রদান করবেন।

মনোনয়ন সংগ্রহ ও জমা শেষে নাজমুল আলম গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের সকল জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader