বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে জিলু মিয়া নামের বিরল রোগীর মৃত্যু
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে জিলু মিয়া নামের বিরল রোগীর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২০২৩-১১-২০ ০৭:৩৭:৪৬

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে জিলু মিয়া নামের বিরল রোগীর মৃত্যু

প্রতিকী ছবি


বিশ্বনাথে বিরল ও কঠিন নিউরোফাইব্রোমাটোসিস রোগে আক্রান্ত জিলু মিয়া (৪৫) নামের এক ব্যাক্তির বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে । জিলু মিয়া উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের মৃত সাদক আলীর ছেলে। ২০ নভেম্বর সকাল ১০টার সময় নিজ বসত বাড়ির পরিত্যক্ত ঘরের লাইনে তিনি বিদ্যুৎপৃষ্ট হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃতের ছোট ভাই কুতুব মিয়া জানান, সকালে তার পরিত্যক্ত ঘরের সামনে থাকা বৈদ্যুতিক মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত সংযোগ লাইন হঠাৎ ছিঁড়ে গেলে অজ্ঞতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।


এসময় মৃতের মা ও তার ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ এশা মৃত জিলু মিয়ার জানাজা গ্রামের পঞ্চায়েত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader