নবীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে সভা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭

নবীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে সভা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০২৩-১১-২০ ০৮:১৩:০৫

নবীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে সভা

নবীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত।


“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” শ্লোগানকে সামনে নিয়ে নবীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর ) সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ।

সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশের সঞ্চালনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব এর সার্বিক তত্বাবধানে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাবুল চন্দ্র দেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ডাঃ তাপস সূত্রধর, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সন্তোষ কুমার চৌধুরী, পরিবার কল্যাণ স্বাস্থ্য সহকারী এনামুল হোসেন মামুন, হোসনে আরা, রোকেয়া আক্তার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে। কারণ গ্রামের গৃহবধূরা স্বাস্থ্য কর্মীদের কথা বেশ মনোযোগ দিয়ে শোনে ও তা মানে। যে কারণে নিরাপদ মাতৃত্ব নিয়ে স্বাস্থ্য কর্মীদের ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে। নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলোতে চলতি বছরে মোট ১ হাজার ৫ শত মহিলাকে সফল ডেলিভারী করানো হয়েছে। ৪নং দীঘলবাক ইউনিয়নে একজন পরিবার কল্যাণ স্বাস্থ্য সহকারী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৩৪টি ডেলিভারী করান।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, ‘২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে এই সেবা সপ্তাহ চলবে। ২৬ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্বতির ক্যাম্প অনুষ্ঠিত হবে। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ বিষয়ক নানা কর্মকান্ড উপস্থাপন ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হবে।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader