
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় শাবি শিক্ষার্থীদের অনন্য সাফল্য।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ ২০২৩ (আইওয়াই এমসি-২০২৩) এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ২ টি গোল্ড, ৩ টি সিলভার এবং ৩ টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
সোমবার (২০ নভেম্বর) বিকালে প্রতিযোগিতার শাবিপ্রবি সুপারভাইজার ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) একটি আন্তর্জাতিক সংগঠন, যারা প্রতি বছর আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় শাবিপ্রবি থেকে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ফাইনালে উত্তীর্ণ হয় ৯ জন এবং ৮ জন শিক্ষার্থী পদক লাভ করেন।
শাবিপ্রবি থেকে গোল্ড পদকপ্রাপ্তরা হলেন, গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসরাত জাহান রাইসা ও ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. নাজমুল ইসলাম।
সিলভার পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সজিব দাস, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আলভি মোল্লা।
এছাড়া ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তন্ময় ভৌমিক।
উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক ইয়ুথ গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় মোট ৯৮টি দেশের সাড়ে পাঁচ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি কোয়ালিফিকেশন রাউন্ড, প্রি-ফাইনাল ও ফাইনাল মোট তিনটি পর্বে সম্পন্ন হয়।
JA
