হবিগঞ্জে জামায়াতের ২ কর্মী গ্রেফতার
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১০

হবিগঞ্জে জামায়াতের ২ কর্মী গ্রেফতার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০২৩-১১-২০ ০৮:৫৬:৪৩

হবিগঞ্জে জামায়াতের ২ কর্মী গ্রেফতার

প্রতিকী ছবি


হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন  এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন কমলারাণীর দিঘীরপাড়ের বাসিন্দা আনহার নবী ছানা (৩০) ও আব্দুর রাজ্জাক (৫০)।

ওসি দেলোয়ার হোসেন জানান, ওই দুজন জামায়াতে ইসলামের কর্মী। তাদের নামে নাশকতার অভিযোগে বানিয়াচং থানায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, একদল লোক সোমবার উপজেলার চান্দের মহল্লা এলাকায় বসে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল। সেখান থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়।

JA



This is the free demo result. For a full version of this website, please go to Website Downloader