ফিনল্যান্ড আ.লীগের সম্মেলন সম্পন্ন
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৮

সভাপতি সালেহ ও সাধারণ সম্পাদক মাইনুল

ফিনল্যান্ড আ.লীগের সম্মেলন সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১০:৪৬:০৯

ফিনল্যান্ড আ.লীগের সম্মেলন সম্পন্ন

ফিনল্যান্ড আ.লীগের সম্মেলন সম্পন্ন।


দেশজুড়ে নৌকা‘কে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে সম্পন্ন হলো ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলন। ইউরোপের বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নেতৃবৃন্দর উপস্থিতিতে ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিলেটের দক্ষিণ সুরমার বলদি গ্রামের কৃতি সন্তান জনাব সালেহ আহমেদ  ও সাধারণ সম্পাদক পদে বরিশালের কৃতি সন্তান মাইনুল ইসলাম নির্বাচিত হোন।


ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন। তিনি বলেন, দন্ড প্রাপ্ত আসামী তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে আর দেশে স্বাধীনতা ও দেশ বিরোধী শক্তি বাস্তবায়ন করছে। নৌকা জয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান করেন।

সম্মেলনের প্রথম পর্বে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে সকল অপশক্তি উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত  করতে হবে।

সম্মেলনের প্রধান বক্তা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে ৭১ এ আমরা যেমন হারিনি, তেমনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা জয়ে আরেকবার বাংলাদেশ জয়ী হবে।

ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনে ইউরোপের নেতৃবৃন্দ, নৌকাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার অঙ্গিকারাবদ্ধ হোন। বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির ভাগ্য উন্নয়নে সারা বাংলা জুড়ে নৌকা বিজয়ের আহ্বান।

জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু,পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমারদার, ডেনমার্কে আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই রবিন, সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনজুরুল আহসান মন্জু, নরওয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃআল আমিন,  ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সুইডেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডঃ ফরহাদ আলী খান, নরওয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোহেল খান, সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরী, স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি ইকরামুজ্জামান কিরন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ মামুন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমরেড খোন্দকার, ডেনমার্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম খালাসী, পোল্যান্ড আওয়ামী লীগের নেতা শেখ এরশাদুর রহমান, মনিরুজ্জামান মনির, মোঃনান্নু শেখ  সহ আরও নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে সকলের সর্বসম্মতিতে ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনে সালেহ আহমেদ সভাপতি ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নির্বাচিত হোন। এসময় নেতৃবৃন্দ ফিনল্যান্ড আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

JA