ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা ফরোয়ার্ড রাকিব হোসেন। ডিফেন্ডার সাদ উদ্দিনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। কার্ড সমস্যায় আগামীকাল লেবানন ম্যাচে নেই এই দুই জন। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বিকল্প সেরা দিয়েই বাজিমাত করতে চান।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, 'লেবাননের মতো কিছু খেলোয়াড় আমরাও পাচ্ছি না, তবে সেরা বিকল্প আমাদের হাতে আছে। তিন দিন ধরে এ ম্যাচ নিয়ে পরিকল্পনা করেছি। আমরা খুব আশাবাদী যে, ছেলেরা আগামীকাল ভালো পারফরম করবে।'
বিকল্প যতই থাকুক রাকিবের অভাব পূরণ অপূরণীয়। তাই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাকিব প্রসঙ্গে বলেন, 'এ মুহূর্তে রাকিব দারুণ ছন্দে ছিল। ওরা দুজনই শারীরিকভাবে শক্তিশালী। তবে আমি এটাও নিশ্চিত যে, যারাই সুযোগ পাবে, তাদেরই এই সামর্থ্য আছে ওই পজিশনে নিজেদের সেরাটা দেওয়ার। এ বিষয়গুলো নিয়ে আমি মোটেও চিন্তিত নই।'
বাংলাদেশ সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছে দিন তিনেক আগে। তাই রিকভারি ছিল গুরুত্বপূর্ণ, 'অস্ট্রেলিয়া বিশেষ অভিজ্ঞতা নিয়ে লম্বা ভ্রমণ শেষে দেশে ফেরার পর খেলোয়াড়দের যতটা সম্ভব রিকভারির চেষ্টা করেছি। যাতে তারা সতেজ হয়ে উঠতে পারে।’
অস্ট্রেলিয়া ম্যাচের স্কোরলাইন ০-৭ হলেও বাংলাদেশের কোচের দৃষ্টিতে প্রাপ্তিও রয়েছে। সেই প্রাপ্তিই কাজে লাগাতে চান লেবানন ম্যাচে, 'ফল বাদ দিয়ে সেখান থেকে নেওয়ার অনেক কিছুই আছে আমাদের। ছেলেদেরকে আগেও আমি এটা বলেছিলাম। যতটা সম্ভব পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ছেলেদের ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে আমি মনে করি, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ইতিবাচক প্রভাবই থাকবে সামনের ম্যাচে।'
লেবানন বাংলাদেশের চেনা প্রতিপক্ষই। মাস তিনেক আগে ভারতের ব্যাঙ্গালোরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রতিপক্ষ সম্পর্কে বাংলাদেশ কোচের মূল্যায়ন, 'আমরা জানি গত সাফের পর লেবানন দলে কিছুটা পরিবর্তন হয়েছে, কিছু খেলোয়াড় বদল হয়েছে। তবে তাদের দলেও ভালো খেলোয়াড় আছে। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ম্যাচ।'
এম সি