ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২৩

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১১:৩৩:৪১

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি। ছবি: জৈন্তা বার্তা


বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর বাজারে। 

জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের রামপুর টিলাবাড়ি গ্রামের মুহিত মিয়া (৩৫) তার সিএনজি অটো রিক্সায় যাত্রী নিয়ে বাহুবলে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। এ অবস্থায় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নিচে কাঁদে পড়ে যায়। 

এসময় সিএনজি যাত্রী শাহ আলম (২০) ও চালক মুহিত মিয়া (৩৫) সহ ৫ জন আহত হয়। পথচারী লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় শাহ আলমকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ও মুহিত মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।শাহ আলম বাহুবল ৪নং সদর ইউনিয়নের (ডোমগাঁও) নোয়াগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে ও সিএনজি চালক মুহিত মিয়া বাহুবল সদর ইউনিয়নের রামপুর টিলাবাড়ি গ্রামের দানিছ মিয়ার ছেলে।

এদিকে সন্ধ্যায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম(২০) এর মৃত্যু হয়েছে। 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে ট্রাক ও সিএনজি থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়া জানান, দুটি গাড়ি আমাদের হেফাজতে রয়েছে, গুরুতর আহত সিএনজি চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

JA