
ছবি : নিজস্ব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ছয় সম্ভাব্য প্রার্থী। গত শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ সমন্বয়ক দলের সদস্য আমিনুল ইসলাম জুয়েল প্রথম দুই দিনে হবিগঞ্জ-৪ থেকে ছয়জনের সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থীরা হলেন– বর্তমান সংসদ সদস্য ও বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, যুবলীগের সাবেক আইন সম্পাদক হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নিজামুল হক মোস্তফা শহীদ রানা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ মিসির আলী।
এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দু’বার মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছেন। জনগণও আমাকে নির্বাচিত করেছে। দল এবারও মনোনয়ন দিলে জনগণের জন্য আরও কাজ করার সুযোগ পাব। তবে এক আসন থেকে ছয়জনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তারা জানান, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ নেই, ভোটাররা নাম শোনেননি, রাজনীতির মাঠেও দেখা যায় না– এমন ব্যক্তিরাও নৌকার টিকিট নিয়ে সংসদ সদস্য হতে চান। আসলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই সংসদে যাওয়া নিশ্চিত– এমন চিন্তা থেকেই সবাই প্রার্থী হতে চান। কেউ কেউ আবার মনোনয়ন পাবেন না জেনেও রাজনৈতিক প্রোফাইল ‘সমৃদ্ধ’ করতে মনোনয়নপত্র নিয়েছেন।
এম সি
