প্রথম ওভারেই আঘাত হানলেন শরিফুল
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২

প্রথম ওভারেই আঘাত হানলেন শরিফুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৩ ০১:৪৮:৩৯

প্রথম ওভারেই আঘাত হানলেন শরিফুল


বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেল কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের খাটো লেন্থের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন টম লাথাম। ডাক খেয়ে এই ওপেনার সাজঘরে ফেরায় রানের খাতা খুলার আগেই উইকেট হারালো সফরকারীরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন অপরাজিত আছেন ১১ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার কনওয়ের সংগ্রহ ৮ রান। এখনও বাংলাদেশের থেকে ৩১৩ রানে পিছিয়ে আছে কিউইরা।

আগের দিনের ৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম বলেই ড্যারিল মিচেলকে এক রান নিয়ে শুরু করেন মুশফিকুর রহিম। তবে আগের দিনের অবিচ্ছিন্ন মুশফিক-শান্ত জুটি এদিন বেশি দূর এগোতে পারেনি।

জৈন্তাবার্তা/এমকে