বিজয় মাসকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১ডিসেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা র্যালি বের হয়।
এ সময় সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নিতে শুক্রবার সকাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ব্যানারে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা।
বিজয় শোভাযাত্রা র্যালিতে সিলেটের জেলা প্রশাসক মো.রাসেল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশে নেন।
জৈন্তাবার্তা/জেএ