মোহাম্মদ ইব্রাহিমের আরোগ্য কামনায় তোয়াকুল কলেজের দোয়া মাহফিল
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:১১

মোহাম্মদ ইব্রাহিমের আরোগ্য কামনায় তোয়াকুল কলেজের দোয়া মাহফিল

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৩:৩৩:৪৯

মোহাম্মদ ইব্রাহিমের আরোগ্য কামনায় তোয়াকুল কলেজের দোয়া মাহফিল

ছবি সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ তোয়াকুল কলেজের গর্ভণিংবডির সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে তোয়াকুল কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে জামিয়া ইসলামিয়া তোয়াকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্কর মিলাদ মাহফিল ও দোয়া পাঠ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তোয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম,শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম,সাবেক মেম্বার এম এ লতিফ,তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,মনজির আহমদ চৌধুরী,শামসুদ্দিন আল আজাদ, রুহুল আমিন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন,শিক্ষানুরাগী ও সমাজসেবক তাহির আলী,মখলিছুর রহমান, আজির উদ্দীন, কলিমুল্লাহ সিকদার, কুতুব উদ্দিন ও আব্দুনূর।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, দলমত নির্বিশেষে বর্ষীয়ান এই রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহিম আমাদের অভিভাবক, আমাদের ঠিকানা।

তাঁর হঠাৎ অসুস্থতায় আমরা চিন্তিত। মহান রবের কাছে আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।

শিক্ষক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, 

প্রভাষক শিব্বির আহমেদ, সমীর চন্দ্র দাস, আফাজ উদ্দিন, রেজাউল করিম,আসাদুজ্জামান, শিব্বির আহমদ ও কলেজে অধ্যানরত ছাত্র-ছাত্রী বৃন্দ। 

উল্লেখ্য গত ২১ জুন তিনি সিলেট নিজ বাসায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়ে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

জৈন্তাবার্তা/এমকে