জৈন্তাপুরে প্রবাসীর ১৪টি চুরি হওয়া গরুর দুই চোর আটক
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

জৈন্তাপুরে প্রবাসীর ১৪টি চুরি হওয়া গরুর দুই চোর আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৬:১৬:১৯

জৈন্তাপুরে প্রবাসীর ১৪টি চুরি হওয়া গরুর দুই চোর আটক


জৈন্তাপুর উপজেলায় সারিঘাট নয়াখেল এলাকার বাসিন্দা কাতার প্রবাসী আহমদুল কিবরিয়ার এক রাতে ১৪টি গরু চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। 

আটককৃত চোরের পরিচয় আবু সুফিয়ান (২৫)। সে গোয়াইনঘাট উপজেলার লাবু গ্রামের ফখরুল আলির ছেলে। অপর আসামি একই গ্রামের ইন্তাজ আলির ছেলে বাহার উদ্দিন (২৯)। 

পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৭ই মার্চ) রাত ১০:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিলেট নগরীর শাহপরান এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহপরান গেইট এলাকা থেকে চোর দুইজনকে গ্রেফতার করে জৈন্তাপুর থানায় নিয়ে আসা হয়। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম প্রবাসীর চুরি হওয়া দুইজন গরু চোর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত চোরদের শুক্রবার পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়। তারা চুরির বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ে চুরির দায় স্বীকার করে। 

তিনি আরো বলেন আদালতের নির্দেশক্রমে আসামিদের জিজ্ঞেসাবাদে চুরি হওয়া গরুগুলোর বিষয়ে তথ্য উদঘাটন করবে পুলিশ।

উল্লেখ্য গত ৪ঠা ফেব্রুয়ারী জৈন্তাপুরে নয়াখেল গ্রামের কাতার প্রবাসী আহমদুল কিবরিয়ার বাড়ী থেকে এক রাতে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো উপজেলা জুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওইদিন বিকেলে কিবরিয়ার ছোটভাই শাহরিয়ার বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় গরু চুরির ঘটনায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং -০৩।

জৈন্তাবার্তা/এমকে