
ছবি : নিজস্ব
প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসব্যাপি বুধবার (২০ মার্চ) বিকালে ওসমানী নগর উপজেলার বুরুঙা ইউনিয়নের কামারগাও আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করছে আলহাজ্ব তাইদুজ্জামান ফাউন্ডেশন ইউকে।
আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীদের কাছে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যাসামগ্রী সহ বিভিন্ন উপকরণ পৌছে দেয়া হবে বলে জানান। ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসা পিন্সিপাল আলহাজ্ব মোদাব্বির হোসেন।
আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসা সামনের এ ইফতার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, সিলেট জজ কোর্টের আইনজীবী সমিতির সহ-সম্পাদক ও মাদরাসার পরিচালক অ্যাডভোকেট মোঃ মোজাক্কির হোসেন, শিক্ষক মাওলানা ক্বারি আং ওয়াহিদ, মাওলানা আব্দুল্লাহ মামুন,ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাদরাসার শিক্ষক আতাউর রহমান (কাওছার) ও শিক্ষিকা শারমিনা আক্তার,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এম সি
