সিলেটে পায়ুপথ দিয়ে ঢুকে যাওয়া কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে উদ্ধার
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৪

সিলেটে পায়ুপথ দিয়ে ঢুকে যাওয়া কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৫:০২:২৪

সিলেটে পায়ুপথ দিয়ে ঢুকে যাওয়া কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে উদ্ধার

অস্ত্রোপচারে উদ্ধারকৃত মাছ।


সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসাপাতালে অস্ত্রোপচার করে মানুষের পেট থেকে আস্ত মাছ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়।

অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. রাশেদুল ইসলাম।

তিনি বলেন, রবিবার (২৪ মার্চ) ওই রোগী হাসপাতালে আসছিল। লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়, অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্রোপচার করে বের করার সময় কুঁচিয়া মাছটি জীবিত ছিল এবং লাফিয়েছে। বর্তমানে রোগী ভালো আছেন এবং রোগীর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে।

জৈন্তাবার্তা/জুনেদ