
ছবি : নিজস্ব
বাংলাদেশ বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জৈন্তাপুর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো মিজানুর রহমান।
ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, বিভাগীয় কমিটির সভাপতি মো আবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি নাজিমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, আলমগীর হোসেন।
এছাড়াও অন্যান্য অতিথিগণের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক,বীরমুক্তিযোদ্ধা সুবেদার নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আক্কেল আলি, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাজাহান কবির খান, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম।
এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ শহীদুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মো আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কে এম তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম,সহ সাংগঠনিক সম্পাদক শিলু আহমদ, মহানগর কমিটির সভাপতি সুজন মিয়া,সিনিয়র সহ সভাপতি মো দুলাল মিয়া, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবু ইউসুফ শিমুল উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম রাইয়ান।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক ব্যাবস্হাপনার দায়িত্বে ছিলেন বীরমুক্তিযোদ্ধা সন্তান আলী আমজাদ (পীরসাহেব) ও শহীদুল হক শাহীন। উপজেলা কমিটির পক্ষ থেকে এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি ছফাত উল্লাহ, সদস্য মাসুক আহমেদ, সেলিম রানা, জসিম উদ্দিন সহ অন্যান্যরা।
এম সি
