সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:০৮

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১২:৫১:০০

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ছবি: সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে একজন রিকশাচালক খুন হয়েছেন।

মঙ্গলবার ( ২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর পুত্র।

স্থানীয়রা জানান, রাতে মনাই মিয়া তার রিকশা দিয়ে একটি ট্রিপ নিয়ে বাঘমারা গ্রামে গেলে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। দুর্বৃত্তরা ছুরি দিয়ে তার পেটে আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ভিকটিম একজন রিকশা চালক। তিনি ট্রিপ নিয়ে বাঘমারায় এসেছিলেন। দুর্বৃত্তদের হামলার শিকার হন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোঁজ নিচ্ছি।’  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে।

এম সি