
ছবি: সংগৃহীত
সিলেট জেলার বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের আনোয়ার খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তার নাম আবুল কালাম (৩৬)। তিনি কুমিল্লার লাকসাম থানার বিজয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে। আবুল কালাম সিলেট মহানগরীর বালুচর এলাকায় থাকতেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের বাড়িতে রংয়ের কাজ করছিলেন আবুল কালাম। ৩তলা ভবনের ২য় তলার বাইরের অংশে কাজ করছিলেন তিনি।
কাছাকাছি ছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক মেইন লাইন। অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে স্পর্শ লাগে কালামের। মুহুর্তেই আগুনে ঝলসে যায় তার শরীর। এক পর্যায়ে তিনি নীচে পড়ে যান। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পুলিশ পরিদর্শক জয়ন্ত সরকার বলেন, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
এম সি
