
ছবি : নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের শাহপরাণ এবং সৈয়দ মুজতবা আলী হলে তিনজন করে মোট ৬ জন সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বুধবার (০৮ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
শাহপরাণ হলে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম নিজাম উদ্দিন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক শিহান তাওসীফ ও মো. সালমান সাঈদ সানি। অন্যদিকে সৈয়দ মুজতবা আলী হলে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা হলেন, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রভাষক মো. আমজাদ পাটোয়ারী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রভাষক মো. শামীম রেজা সাইমুন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক মো. মহিন উদ্দিন।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
এম সি
