চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ডর্টমুন্ড: রিভালদো
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১৬

চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ডর্টমুন্ড: রিভালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৩:৫৩:৫৪

চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ডর্টমুন্ড: রিভালদো


চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন রিয়াল মাদ্রিদের আধিপত্য। প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। ১৫তম শিরোপাটিও ঘরে তোলার খুব কাছে তারা। তবে ব্রাজিলের সাবেক তারকা রিভালদো বলছেন, রিয়াল ফেভারিট হলেও শিরোপা ঘরে তুলবে ১১ বছর পর ফাইনালে পা রাখা বরুশিয়া ডর্টমুন্ডই।

চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন রিয়াল মাদ্রিদের আধিপত্য। প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। ১৫তম শিরোপাটিও ঘরে তোলার খুব কাছে তারা। তবে ব্রাজিলের সাবেক তারকা রিভালদো বলছেন, রিয়াল ফেভারিট হলেও শিরোপা ঘরে তুলবে ১১ বছর পর ফাইনালে পা রাখা বরুশিয়া ডর্টমুন্ডই।

ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গত এক বছর ধরে ৩২ দলের দীর্ঘ লড়াই শেষে শিরোপার মঞ্চে পা রেখেছে দুদল। ইউরোপ সেরার মুকুট দখলের লড়াইয়ে আগামী ১ জুন ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ও রিয়াল। 

প্রতিযোগিতাটিতে বরাবরই ফেভারিট স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার জয়ের রেকর্ড আছে এসি মিলানের। অন্যদিকে ১৯৯৭ সালে প্রথম ও শেষবার শিরোপা জিতেছিল বরুশিয়া। নিজেদের ইতিহাসে ২০১৩ সালে দ্বিতীয় বার ফাইনাল খেলেছিল তারা। রিয়াল যেখানে ১৫তম শিরোপা ঘরে তোলার অপেক্ষায়, সেখানে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর জার্মান জায়ান্টরা।

ব্রাজিল ও বার্সেলোনার সাবেক কিংবদন্তি তারকা রিভালদোও মানছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফেভারিট রিয়াল মাদ্রিদ। তবে বরুশিয়া যেভাবে একের এক জায়ান্টকে বিদায় করে ফাইনালে পা রেখেছে তাতে শিরোপার মঞ্চে তাদেরই এগিয়ে রাখছেন বিশ্বকাপজয়ী এ তারকা।

বেটফেয়ারকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে রিভালদো বলেন, ‘আমি কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম, ফাইনাল হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে। আরও বলেছিলাম, চ্যাম্পিয়ন হবে বরুশিয়া। নিঃসন্দেহে মাদ্রিদ ফেভারিট, তবে শিরোপার লড়াইয়ে বরুশিয়া শক্তিশালী হয়ে উঠেছে এবং ইতোমধ্যে দলটি দেখিয়েছে যে তারা জানে কীভাবে এই প্রতিযোগিতা খেলতে হয়, কীভাবে কঠিন ম্যাচ খেলতে হয়।’ 

সেমিফাইনাল থেকে এমবাপ্পেদের ছিটকে দেয়ার প্রসঙ্গ টেনে রিভালদো বলেন, ‘ পিএসজির বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে, সেমিফাইনালের প্রথম লেগ ও দ্বিতীয় লেগে জয়ের পথে সেটা তারা দেখিয়েছি। হ্যাঁ, মাদ্রিদ ফেভারিট, কিন্তু আমি মনে করি ডর্টমুন্ড চ্যাম্পিয়ন হবে।’


এলএইচ