সিলেটের জৈন্তাপুরে মেঘবৃষ্টিমুক্ত রৌদ্রজ্জ্বল ফুটবল মাঠে আকম্মিক বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম সবুজ আহমেদ (২২)। সে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কেন্দ্রী গ্রামের সগির আহমেদের পুত্র।
স্হানীয় সূত্রে জানা যায়, বুধবার ( ১৫ মে) বিকেল সাড়ে চার ঘটিকায় নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াবাড়ী ফুটবল মাঠে বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে। ওইদিন ফুটবল ট্রুর্ণামেন্টের ম্যাচে ৪ নং বাংলাবাজার টিমের সাথে খেলার পূর্বে মাঠে নেমেছিলো একাদশের সাথে থাকা নিহত সবুজ।
এ সময় খেলোয়াড় ও অতিথিদের সাথে কুশল বিনিময়ের এক পর্যায়ে মেঘমুক্ত আকাশে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ। এ সময় তার নাভীর নিচের অংশে ফুটবল জার্সিতে পুড়ে যায়। বাকি সব খেলোয়াড় ও কলাকুশলীরা অক্ষত থাকে।এ সময় দ্রুত সবুজকে গোয়াবাড়ী মাঠ থেকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। তিনি জানান ঘটনার খবর পেয়ে পুলিশের টিম নিহতের বাড়ীতে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। রাত নয় ঘটিকায় নিহতের জানাযা সম্পন্ন হওয়া কথা রয়েছে
বিকেল ৫ টায় তার মরদেহ কেন্দ্রীস্হ বাড়ীতে নিয়ে গেলে সেখানে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে বজ্রপাতে নিহত সবুজের বাড়ী বিকেল ৫ টায় তার মরদেহ দেখতে আসেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় তারা নিহত সবুজের বাবা সহ শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তার বাবার হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগত বিশ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ব্যবসায়ী আবদুল আহাদ,স্হানীয় ইউপি সদস্য আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল সহ অন্যান্যরা।
এম সি