![শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু](admin/images/postimages/news_image_bd59b046cbe225e825078102648d5c5f1716346679.jpg)
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত ইলেকট্রিশিয়ান তোফাজ্জল হোসেনে মাধবপুর উপজেলার ইটাকলা গ্রামের রজব হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তোফাজ্জল শায়েস্তাগঞ্জ উপজেলার উক্ত এলাকায় নিজস্ব ইলেকট্রনিক দোকান নিয়ে কয়েক বছর ধরে ব্যবসা করে আসছে।প্রতিদিনের মতো দুপুরে তার দোকানে ইলেকট্রনিকের কাজ করার সময় অসাবধানতারবসে একটি তারে সঙ্গে অন্য একটি তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবেদুর রেজা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এইচ টি/
![](images/39dc4deacdba2ff465c9342713a3d9af.gif)