সিলেটে জলাবদ্ধতা নিরসন করতে প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৩:৩১ PM

সিলেটে জলাবদ্ধতা নিরসন করতে প্রশিক্ষণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:০৯:৫২ AM

সিলেটে জলাবদ্ধতা নিরসন করতে প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত


নগরীর জলাবদ্ধতা নিরসন করতে সিলেট সিটি কর্পোরেশনের চালক ও মেকানিকদের কারিগরী প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২১ মে) নগর ভবনের সভাকক্ষে সিসিক ও সেনাবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ কারিগরী প্রশিক্ষণ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তাবনা অনুযায়ী ‘ট্রেইন দ্য ট্রেইনার্স’র আওতায় সিটি কর্পোরেশনের চালক ও মেকানিকদের প্ল্যান্ট পরিচালনা, বিভিন্ন যান—যন্ত্রাদি রক্ষণাবেক্ষণ ও অপারেটিং স্বল্পমেয়াদী প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে সিলেট সেনাসদরের প্রকৌশল প্রশিক্ষণ দল।

মঙ্গলবার থেকে শুরু করে আগামী ১৫ দিন পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করবেন তারা। 

এসময় সিলেট সিটি কর্পোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, পরিবহন শাখার বিভাগীয় প্রধান নির্বাহী প্রকৌশলী লেঃ কর্নেল মাহমুদুল্লাহ সজীব (অব.), সহকারী প্রকৌশলী যান্ত্রিক (শাখা প্রধান) তানভীর আহমদ তামিম ও পরিবহন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এইচ টি/