বন্যার ক্ষতি পুষিয়ে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর- ইমরান আহমদ এমপি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৫৩

বন্যার ক্ষতি পুষিয়ে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর- ইমরান আহমদ এমপি

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৪:৫৮:১৯

বন্যার ক্ষতি পুষিয়ে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর- ইমরান আহমদ এমপি

ছবি: নিজস্ব


সরকারের সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেছেন, বন্যার ক্ষয় ক্ষতি পুষিয়ে আবারও পূর্বের অবস্বায় ফিরে আনতে সরকার বদ্ধপরিকর । 

তিনি বলেন সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে অনেক গুলো মেঘা প্রকল্প হাতে নিয়েছেন,যার ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতের মাধ্যমে জনচলাচলের উপযোগী করে গড়ে তুলা হবে ৷

আজ সকাল ১০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন শেষে দুপুর ১ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক হলরুমে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য  সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন ৷

তিনি আরও বলেন বন্যার পানি নামার পর বিভিন্ন  পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সরকার বানভাসিদের পাশে সব সময় রয়েছে এবং এর ধারাবাহিকতায় বজায় থাকবে ইনশাআল্লাহ। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ইমরান আহমদ আরো বলেন, বন্যার পানি কমে যাওয়ার পর দ্রুত পাকা ও কাচা সড়কের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে নির্দিষ্ঠ মন্ত্রনালয়ে প্রেরণের মাধ্যমে দ্রুত মেরামতের ব্যাবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ। 

রবিবার (২মে) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, নবনির্বাচিত উপজেলা পরিষদে চেয়ারম্যান শাহ আলম স্বপন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, সহসভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, অতিরিক্ত জেলা ম্যিজিস্ট্রেট সফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার অলি,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল প্রমুখ।

এস এইচ টি/