গোয়াইনঘাটে আরটিএম ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯

গোয়াইনঘাটে আরটিএম ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৬:৫৮:১৩

গোয়াইনঘাটে আরটিএম ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্গম এলাকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার ৩ জুন বেলা তিনটায় আরটিএম ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে আরটিএমআই এইচআরডিসি প্যারামেডিক ইনস্টিটিড শিক্ষার্থীদের উদ্যোগে রোটারিয়ান ও সাংবাদিক এম এ রহিমের আমন্ত্রণে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের জুলুর মুখ বাজারে দুইশতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে চিড়া মুড়ি গুড়,বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন, প্যারাসিটামল,মেট্রোনিডাজল ও গ্যাস্ট্রিকের ঔষধ ওমিপ্রাজল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি।

এছাড়া উপস্থিত ছিলেন,রোটারিয়ান ও অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম,আরটিএম ইন্টারন্যাশনাল কমিউনিটির আরটিএমআই এইচআরডিসির ম্যানেজার এনামুল হক,জুলুর মুখ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী,মেম্বার সেলিম আহমদ প্রমুখ।

এলএইচ