ছবি: নিজস্ব
সিলেট নগরীর মেজরটিলা চামেলীবাগে টিলাধসে হতাহত পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সিলেট সিটি কর্পোরেশন। এছাড়া মালনীছড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।
সোমবার নগরভবনে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এখন বর্ষা মৌসম। বর্ষায় টিলায় ভূমি ধসের ঘটনা প্রায়ই আমরা দেখতে পাই। ঝঁুকিপুর্ণ টিলার আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন শাখার প্রধান উপস্থিত ছিলেন। এর আগে মেয়র চামেলীবাগ এলাকায় টিলাধসে নিহতদের প্রতি গভীর শোক জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নিহতদের আত্মার মাগফেরাত কমনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
এস এইচ টি/