গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৪০ পরিবার
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৪০ পরিবার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০২:০১:৫৬

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৪০ পরিবার

ছবি: নিজস্ব


সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভূমি-গৃহহীন পরিবার গুলোকে ৫ম পর্যায়ের ২য় ধাপে পুরাতন ব্যারাকে ৪০ টি ঘর নতুনভাবে প্রস্তুত করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী’র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধনের পরই গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম'র সভাপতিত্বে ও সঞ্চালনায় ভূমিহীন ও গৃহহীন ৪০ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়ইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,

ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এনিয়ে গোয়াইনঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ১১৩৮ টি ভূমি ও গৃহহীন পরিবার।

এস এইচ টি/