ঈদের আগে নতুন ঘর পেয়ে খুশি বিধবা আয়েশা আক্তার
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৩ PM

ঈদের আগে নতুন ঘর পেয়ে খুশি বিধবা আয়েশা আক্তার

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৯:৩৯:১২ AM

ঈদের আগে নতুন ঘর পেয়ে খুশি বিধবা আয়েশা আক্তার

ছবি: নিজস্ব


হামিদা সিরাজ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রজেক্ট স্বপ্ন পুরণ এর আওতায় ৫ম ঘর হস্তান্তর করা হয়েছে। 

১৫ জুন শনিবার সকাল ১১টায়  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের বিধবা আয়েশা আক্তার ( ৮০) এ ঘর হস্তান্তর করা হয়। 

ঘর হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন শায়েস্তগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রকিব,দুর্নীতি প্রতিরোধ কমিটি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চইদ মিয়া, হামিদা সিরাজ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. নাসির হোসাইন,সদস্য মো. তাফহিমুল ইসলাম চৌধুরী, আব্দুল কাহার রাফি, মো. সেলিম মিয়া। 

মোছা. আয়েশা আক্তার বলেন, এই বৃদ্ধ বয়সে ঈদের আগে নতুন ঘর পেয়ে আমি খুবই খুশি। 

উল্লেখ্য, বিরামচর গ্রামের  ফ্রান্স প্রবাসী মাহফুজ তালুকদার  তার মা বাবার নামে প্রতিষ্টিত ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে  ৫টি ঘর, ৫টি রিকশা,১০টি পরিবারকে বিয়ে সহায়তা, সেলাই মেশিন সহ গরীব এতিম ও অসহায় মানুষের  মাঝে সাহায্যের হাত বাড়িয়েছেন।

এস এইচ টি/